Wellcome to National Portal
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০২২

মোঃ সাইফুর রহমান

মোঃ সাইফুর রহমান

প্রধান প্রকৌশলী (গ্রেড-১)

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বাংলাদেশ সরকার

 

মোঃ সাইফুর রহমান ১০ই অক্টোবর ২০১৮ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলাদেশ ক্যাডার সার্ভিসের (জনস্বাস্থ্য প্রকৌশল) জ্যেষ্ঠতম সদস্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সমগ্র দেশে জনগণের পানি সরবরাহ, স্যানিটেশন-বর্জ্য ব্যবস্থাপনা এবংস্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে দায়বদ্ধ। তিনি ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে এ অধিদপ্তরে যোগদান করেন এবং অদ্যাবধি অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বৃহৎ প্রকল্পগুলোও পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ।

জনাব মো:সাইফুর রহমান রাজশাহী ক্যাডেট কলেজ হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড , ভিয়েতনাম এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পানি-স্যানিটেশন এবং পরিবেশগত বিষয়ের উপর পেশাদার কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (IEB), বাংলাদেশের একজন আজীবন ফেলো।