Wellcome to National Portal

 

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৩

সম্বন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

শহর ব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার উপর বাস্তব সম্মত জ্ঞান প্রসারের লক্ষ্যে CWIS-FSM Support Cell কর্তৃক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ধারণাপত্র ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এ ধারণা পত্রে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।ধারণা পত্রে আধুনিক প্রযুক্তি যেমন- ওমনিপ্রসেসর, গ্যাসিফায়ার প্রযুক্তির বর্ণনা করা হয়েছে।নিচের ফ্লো-ডায়াগ্রাম এর মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোকপাত করা হলো।
 
সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার উপর ধারণা পেতে নিচের ভিডিওটি দেখুন। এখানে ক্লিক করুন।

 

 

বিভিন্ন প্রকাশনা

প্রকাশনার তারিখ বিবরণ ডাউনলোড
নভেম্বর ২০২২

সমন্বিত বর্জ্য (পয়ঃবর্জ্য ও কঠিনবর্জ্য) পরিশোধন বিষয়ক ধারণা পত্র

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এই ধারণা পত্রটিতে শহর ও গ্রামাঞ্চলে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার উপর আলোকপাত করা হয়েছে। দেশের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রস্তাবিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার আলোকে এবংকঠিন বর্জ্য বিধিমালা ২০২১ নির্দেশনা অনুযায়ী পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য একই সাথে পরিশোধন প্রক্রিয়াকে এ ধারণা পত্রে সন্নিবেশিত করা হয়েছে। এছাড়াও,সরকারের চলমান আশ্রয়ণ প্রকল্পে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে বিশেষ ভাবে বর্ণনা করা হয়েছে। ধারণা পত্রটিতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যেমন গ্যাসিফায়ার, ওমনিপ্রসেসর এর বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে।পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা-সহ জনসচেতনতার বিষয়টিকে ও আলোকপাত করা হয়েছে। CWIS-FSM Support Cell- এর সহযোগিতা এই ধারণাপত্রটি প্রণয়ন করা হয়েছে।

অক্টোবর ২০২২

সেপটিক ট্যাংকের কার্যপ্রণালি ও রক্ষণাবেক্ষণ সহায়িকা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এই সহায়িকাটিতে সেপটিক ট্যাংকের কার্যকারিতা-সহ রক্ষণাবেক্ষণের সম্ভাব্য সকল বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। মাঠ পর্যায়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করণের যান্ত্রিক-পদ্ধতির চিত্র গত উপস্থাপন ও সম্ভাব্য ঝুঁকি সমূহ মোকাবিলায় করণীয় উল্লেখ করা হয়েছে। এই সহায়িকায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুসরণে সেপটিক ট্যাংকের নকশা সংযুক্ত করা হয়েছে। CWIS-FSM Support Cell- এর সহযোগিতায় এই সহায়িকাটি প্রণয়নকরা হয়েছে।